HTML5 পরিচিতি
(HTML5) কি?
HTML5 হচ্ছে HTML-এর জন্য নতুন standard.HTML এর পূর্ববর্তী সংস্করণ HTML 4.01 এর উদ্ভভ হয় ১৯৯৯ সালে .
HTML5 এখনও প্রক্রিয়াধীন রয়েছে. তবে, প্রধান ব্রাউজারগুলোতে HTML5 এর অনেক নতুন উপাদান এবং API সমর্থন করে.
HTML5 – এর নতুন ফিচার
HTML5 ... HTML 4.01 এর রিপ্লেসমেন্ট নয় বরং এর সাথে যোগ হয়েছে নতুন কিছু ফিচার । HTML5 এর সবচেয়ে গুরুত্তপূর্ণ ফিচার গুলো হচ্ছে- <canvas> এই এলিমেন্টটি (element) ব্যবহৃত হয় টুডি ড্রইং এর জন্য (2D drawing)।
- <video> এবং <audio> এলিমেন্ট ব্যবহৃত হয় যথাক্রমে আডিও এবং ভিডিও চালনার জন্য।
- HTML5 লোকাল স্টোরেজ (local storage) সাপোর্ট করে। যার ফলে অফলাইন এপ্লীকেশন তৈরি করা জায়।
- নতুন কন্টেন্ট সম্পর্কিত এলিমেন্ট <article>, <footer>, <header>, <nav>, <section> ইত্যাদি।
- নতুন ফর্ম কন্ট্রোল calendar, date, time, email, url, search ইত্যাদি।
U may visit our additional tutorial site HELP ZONE24
0 comments:
Post a Comment