Information and education blog

Html5 - lesson-1: Html কি ?

Html কি ?

 

HTML এর পুরো শব্দসমুহ হল Hyper Text Markup Language। ইহা কতগুল tag এর সমণ্বয়ে গঠিত। এই টেগগুলো থেকে প্রয়োজনীয় টেগসমুহ সুবিধামত সাজিয়ে web page তৈরি করা হয়। প্রয়োজনীয় সংখ্যক কতগুলো wev page নিয়ে তৈরি হয় website ।প্রতিটি tag এর দুটি অশ থাকে start tag বা opening tag ও end tag বা closing tag ।কোন একটি টেগের start tag ও end tag এবং তাদের মধ্যবর্তী অংশকে একসাথে html element বলে।এই টেগগুলোর মধে প্রধান টেগটি হল <html> যার start tag হল <html> এবং end tag হল </html> । Html এর সবকিছু এই tag এর ভিতরে থাকে।এই মধ্যবর্তি অংশ দুই ভাগে বিভক্ত – <head></head> এবং <body></body> ।web page এর যে অংশটুকু ব্রাউজারে ভেসে আসে তা থাকে <body></body> এর ভিতরে ।<p></p> হল paragraph tag যার মধ্যকার লেখা টুকু browser এ সয়ংকক্রিয়ভাবে একটি paragraph হিসাবে দৃশ্যমান হয়। <style></style> টেগটি <body></body> এর মধ্যকার tag সমুহের styling করে।<style></style> tag টি থাকে <head></head> tag এর ভিতরে।<script></script> tag টি ও <head></head> tag এর ভিতরে থাকে।
<html>
<head>
<style>
p{color:red;}
</style>
</head>
<body>
<p> We are learning English.</p>
</body>
</html>
এই code টুকু notepad এ লিখে dextop এ save করুন। সেভ করা ফাইলটি select করে মাউসের right বাটনে click করুন । pop-up menu থেকে open with – firefox বা maxthon browser সিলেক্ট করুন ।browser এ code টির output দেখুন ।সমস্যাস্যায় পড়লে যোগাযোগ করুণ  E-mial  visit করুন visit here বিঃ দ্রঃ- পাঠকবৃন্দ দুঃখিত এই জন্য যে আমি পূর্বের lesson টি আবার পোস্ট করছি। প্রতি সপ্তায় নতুন পোস্ট দেওয়া হবে। এইভাবে পুরো Html সম্পর্কে লেখা হবে।

0 comments:

Subscribe 24helpzone

Enter your email address:

Delivered by FeedBurner

.

Namecheap.com

Popular Posts

Visiitor Box


widget

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

.

Namecheap.com