Information and education blog

Graphic design and Web design resource

Bangla tutorial for Graphic design and Web design resource

যারা  গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি তখন কিছু ফন্ট, ইমেজ,প্যাটার্ন ইত্যাদি কাজে লাগে ।তাদের জন্য কিছু ওয়েব সাইট নিয়ে আসলামঃ
১.  http://www.brusheezy.com/
এই ওয়েবসাইট থেকে আপনি ফটোশপ এর যাবতীয়  ব্রাশ, প্যাটার্ন, টেক্সটার, ইত্যাদি অনেকটা ফ্রী তে ডাউনলোড করতে পারবেন।

২.  http://www.colourlovers.com/
এই ওয়েব সাইট টি ও অনেক Useful এই খানে আপনি সুন্দর সুন্দর কালার প্যালাট ব্যাবহার করতে পারবেন।এই ওয়েব সাইট টি থেকে ডাউনলোড করতে আপনাকে আগে রেজিস্টার করতে হবে। আই খানে ওয়েব এর জন্য একটি কেটেগরি রয়েছে। এই রিসোর্স গুলো ব্যাবহার করে আপনি আপনার ডিজাইন এ প্রফেশনাল লুক দিতে পারেন।

৩. http://www.textureking.com/
এই ওয়েব সাইট থেকে আপনারা হারেক রকম এর Texture ইমেজ পাবেন।যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন তাদের অনেক সময় ব্যাকগ্রাউন্ড হিসেবে Texture ব্যবহার করতে হয়।

৪. http://www.freeimages.com/
এই ওয়েব সাইট থেকে আপনি ফ্রী তে  যে কোন  ইমেজ খুজে বের করে টা ব্যাবহার করতে পারবেন।

৫. http://www.iconfinder.com
এই ওয়েব সাইটটি তে অনেক আইকন পাবেন এবং টা PNG ফরম্যাট এ ব্যাবহার করতে পারবেন।

৬. http://www.dafont.com/ 
আমার দেখা বেস্ট  টাইপোগ্রাফি এর জন্য ওয়েব সাইট এইখানে সার্চ করে  যে কোন ফন্ট খুজে বের করতে পারবেন। টা ও আবার ফ্রী তে।

৭. http://www.divine-project.com/
এই ওয়েব সাইট Psd to WordPress এ কনভার্ট করতে পারবেন।এই খানে কিছু টিউটোরিয়াল আছে টা দেখতে পারেন।    http://www.divine-project.com/downloadhttps://www.youtube.com/watch?v=1rwe9v2cJyg

৮. http://960.gs/
এই ওয়েব সাইটটি  দিয়ে আপনি গ্রিড সিস্টেম অনুসরণ করে যে কোন web Template বা সাইট  তৈরি করতে পারেন , এই খানে ডাউনলোড করার সময় আপনি তিন ধরনের গ্রিড পাবনেন।আপনার যেটি দরকার সেটি ডাউনলোড করে নিন।
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

0 comments:

Subscribe 24helpzone

Enter your email address:

Delivered by FeedBurner

.

Namecheap.com

Popular Posts

Visiitor Box


widget

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

.

Namecheap.com