Information and education blog

How to create a Complete Portfolio

               create a Complete Portfolio


ফ্রিল্যান্সারদের জন্যঃ কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ফ্রি পোর্টফোলিও সাইট (পর্ব ০৩)

গত প্রথম পর্বে আমরা আমাদের এই  ফ্রি পোর্টফোলিও সাইটের সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছিলাম, এবং দ্বিতীয় পর্বে কিভাবে Prime Freelancer এ একাউন্ট খোলা যায়, সে সম্পর্কে ধারণা পেয়েছিলাম। এবং অনেকেই এখন একাউন্ট খুলছেন। কিন্তু বেশিরভাগই একাউন্টটা সুন্দর করে সাজাতে পারছেন না, যা কাজ পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর তাই আজ আমরা তৃতীয় পর্বে দেখবো, কিভাবে আমরা আমাদের জন্য সুন্দর একটি পোর্টফোলিও সাইট বানাতে পারি। যারা প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব পড়েন নি, তারা নিচের লিংক থেকে পরে আসতে পারেন।
প্রথম পর্বঃ   ফ্রিল্যান্সারদের জন্যঃ কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ফ্রি পোর্টফোলিও সাইট (পর্ব ০১)
দ্বিতীয় পর্বঃ ফ্রিল্যান্সারদের জন্যঃ কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ফ্রি পোর্টফোলিও সাইট (পর্ব ০২)
তো চলুন আর দেরি না করে আজকের কাজ শুরু করে দেই। :)
প্রথম ধাপঃ প্রথমে আমরা আমাদের সাইটে লগইন করে নিবো। তারপর নিচের চিত্রের মতো আমরা প্রতিটি ধাপ অনুসরণ করবোঃ
prime freelancer profile one
1. My Profile বাটনে ক্লিক করবো সেখান থেকে পর্যায়ক্রমে আমাদের প্রোফাইলটা সাজাবো।
2. এখন আমরা ‘Cover Picture’ সেকশনে কাজ করবো। আমরা আমাদের কম্পিউটার থেকে একটি কভার পিকচার সিলেক্ট করবো। কভার পিকচারটির সাইজ সর্বোচ্চ 5MB হবে এবং Height 200px এবং Weight 200px  এবং স্কয়ার সাইজ হলে ভালো হয়।
3. তারপর,  ‘Enter Cover Text’ বক্সে ৪৫ কেরেক্টারিস্টিকস এর মধ্যে সুন্দর একটি টাইটেল লিখুন, যা ক্লাইন্ট দেখা মাত্র আপনার দক্ষতা ও কাজের সেক্টর সম্পর্কে একটি বেসিক ধারণা পান।
4. উপরের সব কাজ গুলো শেষ হলে ‘Save’ বাটনে ক্লিক করুন এবং ছবি আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
5. এখন আমরা কাজ করবো ‘Profile Picture’ সেকশনে। এখানে আমরা আমাদের কম্পিউটার থেকে আমাদের প্রোফাইলের জন্য একটি ছবি সিলেক্ট করবো।
6. সিলেক্ট শেষ হলে ‘Upload’ বাটনে ক্লিক করবো এবং সফলভাবে আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবো।
দ্বিতীয় ধাপঃ সফলভাবে প্রথম ধাপ শেষ করার পরে আমরা দ্বিতীয় ধাপের কাজ শুরু করবো।
prime freelancer profile two
1. দ্বিতীয় ধাপের প্রথমে আমরা ‘Overview’ সেকশনে কাজ করবো। এটি সম্পূর্ণ প্রোফাইলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কারণ এটার মাধ্যমেই আপনি ক্লাইন্টকে বুঝাতে পারবেন, আপনি তার জন্য কি কি সার্ভিস দিতে পারবেন, এখানে আপনি কোন কোন সেক্টরে ভালো কাজ করেন বা পারেন, কতো বৎসর যাবত কাজ করছেন, ক্লাইন্ট কেন আপনাকেই কাজটি দিবে ইত্যাদি সুন্দর করে তুলে ধরতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন ইংরেজি বানান এবং গ্রামারটিকেল ভুল যেন না হয়। এবং আপনার ওভারভিউ এ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো প্রথম কয়েকটা বাক্যে দেয়ার চেষ্টা করবেন, কারণ প্রথম দর্শনেই যেন ক্লাইন্ট আপনার লেখা ও অভিজ্ঞতা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পায়।
2. লেখা শেষ হলে ভালো করে ৩-৪ বার রিভিউ করুন এবং ‘Save’ বাটনে ক্লিক করুন।
3. সফলভাবে সেভ হলে আমরা পরবর্তী সেকশন ‘Skill’ এ চলে যাবো। এবং ‘Enter Skill Name’ ঘরে আমাদের স্কিল এর নাম লিখবো। মনে রাখবেন, আমরা সর্বোচ্চ ৯ টি স্কিল অ্যাড করতে পারবো এখানে। এবং অবশ্যই একটি একটি করে সেভ করবেন।
4. একটি স্কিলের নাম লেখার পরে ‘Enter Skill Percentage’ এর ঘরে আমাদের ঐ ব্যপারে কতো পারসেন্ট স্কিল আছে বলে আমরা মনে করি, তা সংখ্যায় লিখবো। যেমন কেউ যদি Skill Name এর ঘরে Adobe Photoshop লিখে এবং মনে করেন এই ব্যপারে তার 90% দক্ষতা আছে, তাহলে Enter Skill Percentage এর ঘরে 90 লিখে দিলেই হবে।
5. উপরের কাজ গুলো শেষ হলে, অবশ্যই ‘Save’ বাটন চাপবেন এবং সফল ভাবে সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। একটি সেভ হওয়ার পরে আপনারা পুনরায় আরেকটি স্কিল অ্যাড করতে পারবেন এবং এভাবে সর্বোচ্চ ৯ টি স্কিল অ্যাড করতে পারবেন।
তৃতীয় ধাপঃ এই ধাপে আমরা দেখবো কিভাবে আমরা ‘Education’ সেকশনটা সুন্দর করে সাজাতে পারি।
prime freelancer profile three
1. এই ধাপের প্রথমেই আমরা নিচের ছবির মতো একটি অপশন দেখতে পাবো। ‘Degree Name’ সেকশনে আমরা কোন বিষয়ে পড়াশোনা করেছি বা করছি তা উল্ল্যেখ করবো।
2. তারপর ‘Pass Year’ এ কতো সালে পাস করেছি বা যদি এখনো না করে থাকি তবে সাম্ভব্য সাল কতো হবে, তা লিখে দিবো।
3. Description সেকশনে আমরা আমাদের ঐ ডিগ্রীর উপরে এবং আমাদের রেজাল্টের ব্যপারে ৫-৬ বাক্যে সংক্ষিপ বর্ণনা দিবো।
4. Institution Name এর জায়গায় আমরা যে প্রতিষ্ঠান থেকে উক্ত ডিগ্রী অর্জন করেছি, তার নাম সুন্দর করে লিখে দিবো।
5. Select a Grade সেকশনে ড্রপডাউন মেনু থেকে আমরা কোন গ্রেড পেয়েছি তা সিলেক্ট করে দিবো। যদি গ্রেডিং সিস্টেমের আগে পাস করে থাকেন, তাহলে ওটা বর্তমানে কোন গ্রেডের অন্তর্ভুক্ত হবে, তা হিসেব করে দিতে পারেন।
6. সবকিছু ঠিক ভাবে পূরণ হলে আবার চেক করে ‘Save’ বাটনে চাপুন এবং সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। একটি সেভ হলে আরেকটি অ্যাড করুন। এভাবে আপনার SSC, HSC, অনার্স, মাস্টার্স ও অন্যান্য ডিগ্রীগুলো অ্যাড করুন।
আপাতত আজ এটুকুই এডিট করে সুন্দর করে সাজান। আমরা বাকি অংশগুলো যতদ্রুত সম্ভব আমাদের পরবর্তী পর্বে আপনাদের সামনে তুলে ধরবো। আর অবশ্যই নিচের কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।
**************************************************************************
লেখকঃ  Nuruddin Ahmed Himel
                CEO
                Prime IT Limited.

0 comments:

Subscribe 24helpzone

Enter your email address:

Delivered by FeedBurner

.

Namecheap.com

Popular Posts

Visiitor Box


widget

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

.

Namecheap.com